চট্টগ্রামের বাঁশখালী উপজেলা রিকশাচালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার টাইমবাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে কাজী এমরানুল হক সভাপতি ও মুহাম্মদ জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনের ঘোষিত ফলাফলে বিজয়ী অন্যান্যরা হলেন- কার্যকরী সভাপতি হাফেজ ছিদ্দিক আহমেদ, সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সাঈদী, অর্থ সম্পাদক মুহাম্মদ সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুব এলাহী, দপ্তর সম্পাদক মুহাম্মদ ওসমান, প্রচার সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, সদস্য ছরওয়ার, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ আবদুল আলিম ও মুহাম্মদ জয়নাল।
এ সময় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইছহাক, দক্ষিণ জেলার সভাপতি নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জোবাইর আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ জালাল উদ্দীন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাওলানা শরফুল আমিন চৌধুরী। নির্বাচিত কমিটির বিজয়ীরা আগামী ৩ বছর (২০২৮) পর্যন্ত সংগঠনের দায়িত্ব পালন করবেন।
এফপি/জেএস