আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণায় নেমেছে বিশেষ বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
সারাদেশে এ প্রচারণার অংশ হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে ‘ভোটের গাড়ি’।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ভোটের গাড়ি ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়। আধুনিক প্রযুক্তি ও তথ্য সংবলিত এই ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারাদেশে পরিভ্রমণ করছে।
এ সময় জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম মহোদয় বলেন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সততা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দৃঢ়তার সাথে কাজ করছে।
মুন্সীগঞ্জ সদরের এই বিশেষ প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করতে এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য সশরীরে জানার জন্য বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এফপি/জেএস