Dhaka, Thursday | 25 December 2025
         
English Edition
   
Epaper | Thursday | 25 December 2025 | English
হাদি হত্যাকাণ্ড : ফয়সালের স্ত্রীসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আজ শুভ বড়দিন
বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সময় বাড়লো
শিরোনাম:

তালতলীতে সুশীলন, সিসিএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম  (ভিজিটর : ২৫)

বরগুনার তালতলীতে  “Client Centered Humanitarian Response: Improving Lives of Crisis Affected People (CCHR)” প্রকল্পের উপজেলা পর্যায়ে সরকারি বিভাগ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের ‘পায়রা সম্মেলন’ কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা The Swedish International Development Cooperation Agency (Sida) এর অর্থায়নে এবং IRC (International Rescue Committee), Bangladesh এর কারিগরী সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মাসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজিব চন্দ্র সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইফুল আলম প্রমুখ।

প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন অত্র প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ হাদিউজ্জামান। তিনি বলেন, প্রকল্পটি গত মে ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে উপজেলার বড়বগী ও পঁচাকোড়ালিয়া ইউনিয়নে বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম আগামী (৩১ মার্চ ২০২৬) খ্রিষ্টাব্দ পর্যন্ত চলমান থাকবে। প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিনাঞ্চলের খাদ্য নিরাপত্তাহীন ও জলবায়ু সংকটাক্রান্ত পরিবার গুলোর খাদ্য নিরাপত্তার উন্নয়ন করা।

এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অত্র এলাকার খাদ্য নিরাপত্তাহীন পরিবারগুলো তাদের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে, খাদ্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধি পাবে এবং খাদ্যে তাদের অভিগম্যতা বাড়বে। তিনি আরও বলেন, প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খাদ্য নিরাপত্তাহীন ও জলবায়ু সংকট আক্রান্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝