জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফুজার রহমান (২৬) নামের এক জনকে আটক করে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৌরসভার ধাঁনসিড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে যৌন উত্তেজক সিরাপ গুলো আটক করে। আটক মাহফুজার রহমান উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পাঁচবিবিতে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে টহলদল ওৎ পেতে থাকে। পরবর্তীতে তথ্যের সত্যতা পেলে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস নির্দেশে ২টি বিশেষ টহলদল পৌরসভার লাঙ্গলহাটি মোড় হতে ১শত গজ উত্তরে ধানসিঁড়িঁ আবাসিক এলাকায় একটি গোডাউন তল্লাশী করা হয়। তল্লাশীকালে গোডাউনে বিপুল পরিমানে অবৈধ একেএল- ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজী, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রোকিউআর-৩ জিআর বিষ-১০ ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৪৩ লক্ষ ১ হাজার ৭শত টাকা।
এফপি/জেএস