প্রতিবছরের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও শৃঙ্খলা গঠনে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান ও আব্দুস সালাম এবং অভিভাবক প্রতিনিধি সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা খাতুন। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ পর্বে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের সন্তুষ্টি চোখে পড়ার মতো ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন, ফারুক হোসেন, জাকির হোসেন, মাওলানা রবিউল ইসলাম, বিশ্বজিৎ কুমার কন্ডু, আব্দুস সালাম, আশরাফুন্নেছা, লিপি দে, মাহফুজা খাতুন, রাজিয়া সুলতানা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ প্রতিষ্ঠান থেকে প্রতিবছরই অসংখ্য মেধাবী শিক্ষার্থী জাতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এফপি/জেএস