আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর- ৩ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন দলটির জামালপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক ও মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর- ৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়নপত্র কিনেন।
মনোনয়ন ক্রয় শেষে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন। আমাদের ৩টি রাজনৈতিক দল, এবি পার্টি, এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ঐক্যজোট হয়েছে। সেই ৩ দলের জোটের আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছি। জোট আমাকে চূড়ান্তভাবে মনোনিত করেছে৷ তাই মেলান্দহ - মাদারগঞ্জের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা শাখা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আহাম্মদ আলী, যুব পার্টির জামালপুর জেলা শাখার সদস্য সচিব টিপু, মাদারগঞ্জ উপজেলার যুব পার্টির যুগ্ম সদস্য সচিব মোঃ রেজওয়ান, ৩নং গুনারীতল ইউনিয়ন এবি পার্টির সদস্য সচিব মোজাম্মেল হক ধলা, এনপিসির যুব সংগঠন জাতীয় যুব শক্তি জামালপুর জেলার নেতা সিয়াম আহমেদ ও আরিফুল ইসলাম প্রমুখ।
এফপি/জেএস