Dhaka, Wednesday | 24 December 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 24 December 2025 | English
শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
প্রাথমিকের ২ ধাপের পরীক্ষা একই দিনে, পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

জনগণ ও আওয়ামী লীগকে হয়রানি না করার দাবি নেছারাবাদে

প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম  (ভিজিটর : ৯)

নেছারাবাদ উপজেলায় নির্দোষ ও নিরপরাধ আওয়ামী লীগ সমর্থকসহ সাধারণ জনগণকে যেন কোনো ধরনের হয়রানি করা না হয়—এমন অনুরোধ জানিয়েছেন স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নেছারাবাদে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। পিরোজপুর জেলা প্রশাসকের নেছারাবাদ সফর উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ–কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।

মতবিনিময় সভায় বক্তব্যে মো. মইনুল হাসান বলেন, নেছারাবাদ উপজেলায় যেন কোনো নির্দোষ ও নিরীহ মানুষকে অকারণে হয়রানি করা না হয়। গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক চাপ বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনও এর আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একই ধরনের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ধর্মকে অপব্যবহার করে নেছারাবাদে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন বক্তব্য ও মতামত শোনেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝