জানো ময়না—
শরীরডা এক্কেবারে ভালো নাই
নিঃশ্বাস নিতেও কষ্ট হয়
এসব কবেই ফুরাই যাইতো
যদি তোমার লগে
প্রাণ ভইরা এক প্রহর কথা হইতো!
তুমি ছাড়া কিছুই আমারে
নির্মমভাবে কাতর করতে পারেনি
আমার সুখ-অসুখ মূলত তুমিই!
জ্বরের মাঝে তোমার দুই খান কথা
যেমন জ্বর ভুলাইয়া দিতে পারে
তেমনই তোমার মুখের বিষন্নতা
আমারে অসহায়ত্বে পরিপূর্ণ করে।।
এফপি/এমআই