নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা কুমারপাড়া এলাকায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমারপাড়া এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন, ইউনিয়ন কমিটির সভাপতি আদুরী রানী, ফাগুয়ারদিয়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ আলী, গ্রাম প্রতিনিধি ফারুক মিয়া, শিক্ষার্থী বুবেন সহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সাইলকোনা কুমারপাড়া রাস্তা নির্মাণকালে নির্ধারিত পরিমাণ ইটের খোয়া ও বালির পরিবর্তে অতিরিক্ত মাটি ব্যবহার করা হয়েছে। ফলে নির্মিত রাস্তার স্থায়িত্ব ও টেকসই মান নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
তারা বলেন, অবিলম্বে এ অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ বলেন, ‘নিম্নমানের কাজের অভিযোগ পাওয়ার পর আমরা রাস্তাটি পরিদর্শন করেছি। ঠিকাদার কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন যে, আগামীতে সঠিকভাবে কাজ শেষ করা হবে।’
এফপি/জেএস