Dhaka, Friday | 26 December 2025
         
English Edition
   
Epaper | Friday | 26 December 2025 | English
হাদি হত্যাকাণ্ড : ফয়সালের স্ত্রীসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
আজ শুভ বড়দিন
বড়দিন উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির সময় বাড়লো
শিরোনাম:

রংপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান: ট্যাগের রাজনীতি বন্ধ করতে হবে

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম  (ভিজিটর : ৪৩)

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি, সাবেক মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, বাংলাদেশ থেকে ট্যাগের রাজনীতি বন্ধ করতে হবে। গত ৫৪ বছরে এই ট্যাগের রাজনীতি বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে। তিনি আওয়ামীলীগের দোষর হিসেবে জাতীয় পার্টিকে যে ট্যাগ দেয়া হয়েছে তার বিপরীতে এসব কথা বলেন। তিনি বলেন, ২৪শের আন্দোলনে রংপুরে প্রথম লাঠি মিছিল করেছিলো এই জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান রংপুরে প্রথম ছাত্র-জনতার পক্ষ নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছিলেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর মনোনয়ন সংগ্রহ করে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। এ সময় কো-চেয়ারম্যান বলেন, আজ আমরা পার্টির চেয়ারম্যানের রংপুর সদর-৩ আসনের মনোনয়ন সংগ্রহ করে আমরা নিজেদের জাতীয় ত্রয়োদশ নির্বাচনে আত্বপ্রকাশ করলাম। নির্বাচনের ক্ষেত্রে আমাদের শর্ত রয়েছে যেনো লেভেল প্লেয়িং ফিল্ড হয় ও সকল দলের অংশ গ্রহণে আমরা নির্বাচন করবো। এতে জাতীয় পার্টি বরাবরেই মতোই ভালো করবে। অনেকে বলছে জাতীয় পার্টির দুর্গে অনেকে হানা দিয়েছে। এক্ষেত্রে বলবো নির্বাচন হলেই জানা যাবে।

মোস্তফা বলেন, আমরা ৩০০টি আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ ক্ষেত্রে হেবিওয়েট প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে। অনেক আসনে হেবিওয়েট প্রার্থী পাওয়া যায়নি। তবে এখনো সময় আছে অনেকে মনোনয়ন নিচ্ছেন। এর মধ্যে বাছাই করে আমরা দলীয় মনোনয়ন দেবো। যেন নির্বাচিত হয় কিংবা সম্মানজনক অবস্থানে থাকে। এক্ষেত্রে ২০০ আসন বা ২৫০ আসনও হতে পারে।

রংপুর বিভাগ প্রসঙ্গে সাবেক এই মেয়র বলেন, রংপুর বিভাগে আমরা কর্মিসভা করে প্রার্থীর ফলাফল কেন্দ্রে পাঠিয়েছি। এ ক্ষেত্রে চেঞ্জ করার সুযোগ নাই। আশা করছি রংপুর বিভাগে আমরা ভালো কিছু করবো। আমরা এখনো কোনো জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেইনি।

কো-চেয়ারম্যান মোস্তফা বলেন, আমরা চাই নির্বাচনী আচরন বিধি মেনে সকল দলের সকল প্রার্থী যেনো নির্বাচনী কাজ পরিচালনা করুক। আমরা সকর দলের অংশ গ্রহনে সকল দল একত্রিত হয়ে নির্বাচন করি। আর জনগণ ভোটের মাধ্যমে যে রায় দিবে তা সকলে মেনে নিবো।

এ সময় কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয়, রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ-সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝