মাদারীপুরের রাজৈরে স্মৃতিতে অম্লান শহীদ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ যোহর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মুসল্লিরা তার কর্মময় জীবন স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় আলেম-ওলামা ও নেতৃবৃন্দরা বলেন, হাদীকে গুলি করে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা যাবে না। এক হাদী হত্যায় লক্ষ হাদী জন্ম নেবে। বক্তারা জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, প্রায় আড়াই হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেও আন্দোলন দমন করা যায়নি।
দেশজুড়ে আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, হত্যার জবাব লাশের উপর দিয়েই দেয়া হবে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তা কোনোভাবেই ম্লান হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক একটি সুন্দর রাষ্ট্র।
বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর-২ আসনের মনোনীত মুফতি আব্দুস সোবাহান, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিজবাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আজগর শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরান মাহমুদ জামী, সংগঠক জহিরুল ইসলাম, সদস্য শেখ জোবায়ের হোসেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এফপি/জেএস