দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক পরিচিতি বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ঘোড়াঘাটের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবাগত ইউএনও রুবানা তানজিন বলেন, “ঘোড়াঘাটের উন্নয়ন, সুশাসন ও জনসেবার ক্ষেত্রকে আরও গতিশীল করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সাংবাদিকরা একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবেন—এটাই আমার প্রত্যাশা।”
সভায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ঘোড়াঘাটের সার্বিক উন্নয়ন, জনসেবা, আইন-শৃঙ্খলা ও বিভিন্ন সামাজিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
এফপি/জেএস