Dhaka, Saturday | 13 December 2025
         
English Edition
   
Epaper | Saturday | 13 December 2025 | English
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল
হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
হাদির অবস্থা আশঙ্কাজনক, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে
গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান হাদী
শিরোনাম:

কুষ্টিয়ায় ট্যুরিস্ট পুলিশ সদস্যর বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরনের অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম  (ভিজিটর : ৮)

কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ট্যুরিস্ট পুলিশের এক সদস্যসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে। অপহৃত শিক্ষার্থী কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং শহরের পূর্ব মজমপুর সাদ্দাম বাজার গলির বাসিন্দা।

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। এজাহারে বলা হয়, বর্তমানে ঢাকায় ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশ সদস্য মোঃ স্বপন (২৬) গত পাঁচ মাস ধরে ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি জানার পর পরিবার তাকে সতর্ক করে এবং স্বপনের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলে। এজাহারে আরও উল্লেখ রয়েছে, গত (১৮ নভেম্বর) দুপুর ১ টার দিকে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্বপনসহ ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে পরিবার থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী শামসুল আলম জানান, ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

ঢাকা ট্যুরিস্ট পুলিশের এসপি মখলেসুর রহমান বলেন, মামলাটি কুষ্টিয়ার, সেখানেই বিস্তারিত জানা যাবে। তবে অভিযুক্ত সদস্য স্বপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ভিকটিম উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মেয়েটিকে উদ্ধারে পুলিশ সচেষ্ট এবং বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এদিকে অপহরণের ২৪ দিন পরও ছাত্রী উদ্ধারে অগ্রগতি না থাকায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, মেয়ে বেঁচে আছে কি না জানি না, আমরা শুধু তাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝