Dhaka, Saturday | 6 December 2025
         
English Edition
   
Epaper | Saturday | 6 December 2025 | English
বাংলাদেশের মেয়েদের পাকিস্তান বধ
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত
বায়ুদূষণে ‘প্রথম স্থানে’ ঢাকা
শিরোনাম:

মহান বিজয় দিবস-২০২৫' উদযাপন উপলক্ষ্যে কেসিসিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৫:২১ পিএম  (ভিজিটর : ৪৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা (০৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো: মোখতার আহমেদ।


সভার শুরুতে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনসহ জুলাই-২৪ এ আত্মদানকারী শহিদদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হয়।


এছাড়া সভায় মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, কেসিসি'র সকল স্থাপনাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন ও গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন; কেসিসি'র গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিতকরণ; শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্কে বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠান এবং বিকাল সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামে খুলনা সিটি কর্পোরেশন একাদশ বনাম জেলা প্রশাসক একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।


কেসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমানমো: অহিদুজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, শিক্ষাসাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ শাখা প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝