পিরোজপুর সদর উপজেলার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২০ বছরের পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-০৮। রোববার রাতে ঢাকার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আসাদুজ্জামান আলম কে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেফতার হওয়া মোঃ আসাদুজ্জামান আলম(৫৫) পিরোজপুর সদর উপজেলার শারিকতার মাথাবেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখ এর পুত্র। তিনি ২০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।
র্যাব জানায়, ২০১০ সালে ঝিনাইদহ জেলায় একটি হত্যা ঘটনার মামলার অন্যতম আসামী মোঃ আসাদুজ্জামান আলম এর নামে মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিএসসি, বরিশাল ২৩ নভেম্বর রাতে র্যাব-৩ সিপিসি-২ মগবাজার এর সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আসাদুজ্জামান আলম কে ঢাকা মহানগরের পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকা হতে গ্রেফতার করে।
বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারী সহ অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র্যাব-৮ কাজ করে যাচ্ছে।
এফপি/অ