Dhaka, Monday | 24 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 24 November 2025 | English
ফারাক্কা বাঁধ: উত্তরবঙ্গের জলসংকটের মূল শিকড়
ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
ভূমিকম্পের নারী-শিশুর ওপর মানসিক প্রভাব বেশি
ডেঙ্গু রোগী ৯০ হাজার ছাড়াল
শিরোনাম:

বাজিতপুরে তারুণ্য উৎসব ২০২৫

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ

প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম  (ভিজিটর : ৭)

রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করতে কিশোরগঞ্জের বাজিতপুরে ‘তারুণ্য উৎসব ২০২৫’ ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক- কৃষাণীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোর ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবমুখর অনুষ্ঠানে বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ১১০০ জন কৃষক-কৃষাণীর হাতে রবি মৌসুমের উন্নতমানের হাইব্রিড বীজ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শফিউল ইসলাম এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত হাইব্রিড বীজ ব্যবহার কৃষিতে বিপ্লব ঘটাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবে। এতে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে। বক্তারা আরও জানান, তরুণ কৃষকদের উদ্যম ও সঠিক প্রযুক্তির ব্যবহারে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ। কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচিকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন স্থানীয় কৃষকরা

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝