দীর্ঘ সময় ব্যাটে-বলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডারও। তবে এখন সবই অতীত। রাজনীতির ময়দানে পা দিয়ে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি তার। দেশের হয়ে খেলতেও পারছেন না তিনি। বর্তমান পরিস্থিতিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের বাংলাদেশের জার্সিতে খেলার কোনো সম্ভাবনা দেখেন না সদ্য বিসিবি পরিচালক হওয়া আসিফ আকবর।
জুলাই বিপ্লবের পর সাকিব যেভাবে অনুশোচনাহীন হয়ে আছেন একই অবস্থায় থাকলে জাতীয় দলে তার কোনো স্থান দেখেন না আসিফ। ক্ষমা চাওয়ার পাশাপাশি অনুতপ্ত হলে পরিস্থিতি ভিন্ন হলেও হতে পারে বলে জানান তিনি।
আসিফ আকবর বলেন, ‘সাকিব যদি অনুশোচনাহীন থাকে তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে যে আছে, এভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক আর। এটা হয় না। আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন, এটা হবে না।’
তিনি আরও যোগ করেন, ‘যদি অনুশোচনা করেন, ক্ষমা চান, হ্যাঁ আমার দল এটা করেছে আমি অনুতপ্ত আমি তো নিজে খুন করি নাই। এভাবে কিছু একটা হয়ে আসতে হবে। সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে যেটা আগে ছিল। বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার কোনো সম্ভাবনা দেখি না।’
‘বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা দেখি না’
রাজনীতির ময়দানের সাকিবের সমালোচনা করলেও ক্রিকেটার সাকিবের বেশ ভক্ত আসিফ। জানান, ১০০ বছরেও এমন ক্রিকেটার বাংলাদেশে আসবে না। খেলোয়াড় সাকিব আর রাজনীতির মাঠের সাকিবকে আলাদা করে দেখেন তিনি।
বিসিবি পরিচালক বলেন, ‘ক্রিকেটার হিসেবে সাকিবই সেরা। সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সে একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশে ১০০ বছরেও আসবে না। আই রিপিট ইট এগেইন।’
এফপি/জেএস