Dhaka, Friday | 14 November 2025
         
English Edition
   
Epaper | Friday | 14 November 2025 | English
রোজার পণ্য বাকিতে আমদানির সুযোগ
গণভোটে যে ৪ প্রশ্ন থাকবে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই, গণভোটের পথ উন্মুক্ত
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, শৈত্যপ্রবাহের আভাস
শিরোনাম:

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির বর্ষপূর্তি পালন

প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম  (ভিজিটর : ৫)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের বর্তমান ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। পরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নিজস্ব ভূমিতে চলমান ভবন নির্মাণের কাজ পরিদর্শন করা হয়।

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান এবং সাধারণ সম্পাদক শামীম শিবলী সহ অন্যান্য সদস্যরা প্রেসক্লাবের ভবন নির্মাণে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে, প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ,সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, অর্থ সম্পাদক আগা মোহাম্মদ শামীম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য সুমন চক্রবর্তী, সদস্য আতিকুর রহমান লিটন, মোহাম্মদ উল্লাহ, মারুফ, রুমন হায়দার, আলী আহাম্মদ সহ গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তাগণ বলেন, ১৯৮৮ সালে মরহুম অধ্যাপক শরিয়ত রসুল প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি মারা যাবার পর থেকে একের পর প্রেসক্লাবের নামে একটি গোষ্ঠী এর নাম ভাঙ্গিয়ে নিজের আখের গুছিয়েছে। ৩৬ বছর পকেট কমিটি করে সাংবাদিকদের স্বার্থের সাথে বেইমানি করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছর ৯ নভেম্বর  এই প্রথম গণতান্ত্রিক উপায়ে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে বর্তমান কমিটি গঠন করা হয়। কিন্তু শকুনের থাবা থেকে এখনো মুক্ত হয়নি প্রেসক্লাবটি। ভোটে পরাজিতরা এখনো ষড়যন্ত্র করছে।

প্রেসক্লাবের নেত্রীবর্গ আরো বলেন, আমাদের কোনো শত্রু নেই, বন্ধু নেই। আমরা সবার জন্য। আমরা সমাজের জন্য সঠিক সংবাদ পরিবেশন করি। আমরা কারো দলদাস নই। যেখানে অনিয়ম-দুর্নীতির খবর পাবো, তা সমাজের কাছে তুলে ধরবো। এতে হুমকি ধামকি ও চোখ রাঙ্গিয়ে লাভ হবে না।সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝