পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরনের কারনে ভ্যাট কর্মকর্তা জামিউল আলমকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। শনিবার (২৫ অক্টোবর) বেলা এগারোটার দিকে উপজেলার কুয়াকাটা পৌরশহরের কুয়াকাটা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এ্যাসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ, সাধারন সম্পাদক সাইদুর রহমান, কুয়াকাটা জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান ও খাবার রেস্তোরা মালিক সমিতির সভাপতি রেজাউল করিমসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা। মানববন্ধনে পর্যটন সংশ্লিষ্ট ১৬ টি পেশার সঙ্গে জড়িত শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ভ্যাট কর্মকর্তাকে অপসারন করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
তবে এ ঘটনায় তদন্ত চলামান থাকায় এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি পটুয়াখালী ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলম।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর জামিউল আলম কুয়াকাটায় সৈকত নামের একটি আবাসিক হোটেলে গিয়ে ভ্যাট সংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করেন বলে ব্যবসায়ীরা দাবি করেন।
এফপি/অ