Dhaka, Thursday | 23 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 23 October 2025 | English
পাঁচ ব্যাংক নিয়ে হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের টপ এগ্রি ফুড পাইওনিয়ার পুরস্কার পেলেন আবদুল আউয়াল মিন্টু
অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চাই না: ফরিদা আখতার
শিরোনাম:

কেশবপুর সাংবাদিকের উপর হামলার আসামি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:০৩ এএম  (ভিজিটর : ৫৮)

যশোরের কেশবপুরে সাংবাদিক সুশান্ত কুমার মল্লিককে বেধড়ক মারপিটের ঘটনায় চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন সংগীয় ফোর্স নিয়ে কৌশল অবলম্বন করে বুধবার রাতে সরাপপুর গ্রামে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি উত্তম মল্লিক(৪০) কে গ্রেপ্তার করেছে।


উল্লেখ্য ,গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তিনি পেশাগত দায়িত্ব পালন করে কেশবপুর থেকে সরাপপুর তার নিজ গ্রামে কালীপূজা উপলক্ষে মিটিংয়ে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন ,পথিমধ্য তার মোটরসাইকেল গতিরোধ করে গৌরচন্দ্র মল্লিকের ছেলে উত্তম কুমার ও প্রদীপ কুমার সহ কয়েকজন । তিনি কিছু বুঝে ওঠার আগে তাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ঘটনা সুশান্ত মল্লিক বাদী হয়ে ৬ জনকে আসামি করে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১২। তারিখ -১৬-১০-২৫ ইং


এ ব্যাপারে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন বলেন, মামলার ছয় জন আসামীর মধ্যে আগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজন আসামি জামিন নিয়েছে, ১ নম্বর আসামি উত্তম মল্লিক পলাতক ছিল তাকে গত বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে । আজ বৃহস্পতিবার আাসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়ছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝