Dhaka, Monday | 20 October 2025
         
English Edition
   
Epaper | Monday | 20 October 2025 | English
বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত
আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা
ফুলবাড়ীতে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শিরোনাম:

ইসি সচিবের সঙ্গে বৈঠক

শাপলা প্রতীক পেতে অনড় এনসিপি

প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৯:৫৯ এএম  (ভিজিটর : ২৭)

শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) বেঁধে দেওয়া সময়ের মধ্যেও বিকল্প প্রতীক প্রস্তাব করেনি দলটি। উল্টো সাংবিধানিক এই সংস্থাটির প্রতীক বরাদ্দের নীতিমালা ও আইনি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।


এ অবস্থায় গতকাল রোববার ইসিতে পাঠানো এক চিঠিতে এনসিপি জানিয়েছে, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা। এদিন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা। তারা জানান, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবেন তারা।


ইসির তালিকা থেকে এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের শেষ দিন ছিল গতকাল। এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে দলটিকে চিঠি দেয় ইসি। নিজেরা বাছাই না করলে এনসিপির জন্য ইসি থেকেই প্রতীক ঘোষণা করা হবে বলে জানানো হয়।


ইসির ওই চিঠির জবাবে লেখা চিঠি নিয়ে গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। তাতে ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা। পরে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠকে চিঠিটি তাঁর হাতে তুলে দেন নেতারা।


বৈঠক শেষে ব্রিফিংয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না আমরা।’ তিনি বলেন, ‘বর্তমান ইসির প্রতীক বরাদ্দের কোনো নীতিমালা নেই। তারা আগের মতোই স্বৈরাচারী কায়দায় চলছে। অন্য কারও রিমোট কন্ট্রোল বা প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে। এই ইসি আসলে মেরুদণ্ডহীন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার কোনো যোগ্যতাই তাদের নেই।’


এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের প্রতীক শাপলা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আমরা এখনও আশাবাদী শাপলা প্রতীক এনসিপিই পাবে। দলীয় কর্মকর্তা ও দুর্নীতিগ্রস্তদের ইসি থেকে সরাতে হবে।


নাসীরুদ্দীন বলেন, ইসিকে ভাগ করে নিয়েছে দলগুলো। প্রিসাইডিং কর্মকর্তারাও আওয়ামী লীগের লোক। পুলিশেও কোনো পরিবর্তন আসেনি। ব্যবসায়ীদের নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে।


এক প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, সংকটের সুরাহা না হলে ইসির সবাইকে পদত্যাগ করাতে আমরা বাধ্য হবো। এই ইসির অধীনে ভোটে না যাওয়ার কথাও জানান তিনি। এনসিপি নেতা বলেন, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এমন ঝুঁকি নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আরেক প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, জুলাই সনদ রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতে চায় এনসিপি।


শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বললেন কমিশনার


সিলেট ব্যুরো জানায়, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী নির্বাচনী প্রতীকের তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। গতকাল সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝