শিরোনাম: |
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার দুই ভাই মনিরুজ্জামান ও হাফিজ উল্লাহকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত হাফেজ সফিকুল ভুইয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন ভুইয়ার আত্মীয়।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনামলে সাইফুল ও তার পরিবারের সদস্যরা দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও হয়রানির সঙ্গে জড়িত ছিলেন। সরকারের পতনের পরও তারা টাকার জোরে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন।
তারা আরও অভিযোগ করেন, সাইফুল ইসলামের আরও সাত ভাই বিদেশে অবস্থান করছেন এবং তারা আদম ব্যবসার নামে বহু মানুষকে প্রতারণায় ফেলছে। বক্তারা দাবি করেন, সাইফুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে সঠিক তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিনাউটি ইউপি'র প্যানেল চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মনির হোসেন বাক্কু, সৈয়দাবাদ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদুল ইসলাম রিয়াদ, ভুক্তভোগী দ্বীন ইসলামসহ স্থানীয় যুব ও মুরব্বী সমাজের নেতৃবৃন্দ এবং গ্রামবাসী।
এফপি/অআ