কক্সবাজারের কুতুবদিয়ায় জমি ও বসতভিটা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৮নং ওয়ার্ড হায়দার আলী সিকদার পাড়া মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, হামিদ আলমের ছেলে মো. মুবিন (২৭), তাঁর স্ত্রী নাসরিন আকতার (২০), সফর মিয়ার স্ত্রী ইছমত আরা (২৫) ও মেয়ে মাহিয়া সুলতানা ইশা (৬)। বর্তমানে তারা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মুবিন বাড়ি থেকে কাজে যাওয়ার পথে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর পেট কেটে যায় বলে জানা গেছে। মুবিনের চিৎকার শুনে তাঁর স্ত্রী নাছিমা, প্রতিবেশী ইছমত আরা ও শিশু ইশা ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়।
আহত মুবিন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আবুল কাসেম গং তাঁদের বিএস খতিয়ানের জমি দখল করে রেখেছে। ইউনিয়ন পরিষদে বিষয়টি নিয়ে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তার ওপর হামলা চালিয়েছে। হামলায় স্বর্ণালংকার ও নগদ টাকাও লুট করা হয়েছে বলে দাবি করেন তাঁর স্ত্রী নাছিমা আকতার।
স্থানীয় ইউপি সদস্য কলিমুল্লাহ জমি বিরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং ইউনিয়ন পরিষদে বিচার প্রক্রিয়াও চলমান রয়েছে।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/রাজ