ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কায়েমপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় ইউনিয়নের দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে স্থানীয় ছয়জন বিএনপি নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
ওয়ার্ড সভাপতি আজাদ মিয়ার সভাপতিত্বে ও মাওলানা ওয়ালিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কায়েমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী ও সেক্রেটারি গোলাম সারওয়ার।
এছাড়াও বক্তব্য রাখেন তফজ্জল আলী কলেজের সহকারী অধ্যাপক মোবারক হোসেন, ইউনিয়ন জামায়াতের আমীর জমসিদ মিয়া ও সেক্রেটারি সফিউল্লাহ।
সমাবেশে ছয়জন বিএনপি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
প্রধান অতিথি আতাউর রহমান সরকার বলেন, কসবা-আখাউড়ার জনগণ আগামী নির্বাচনে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারীদের বিরুদ্ধে একজোট হবে, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ নিরাপদ হবে জামায়াতে ইসলামী'র হাতেই। সমৃদ্ধ কসবা-আখাউড়া গড়তে জামায়াতের কোনো বিকল্প নেই।
এফপি/রাজ