শিরোনাম: |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবে আজ রোববার (১৯ অক্টোবর)।
শনিবার (১৮ অক্টোবর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।
মুশফিক বলেন, রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
তবে ঠিক কী কারণে এনসিপির এ প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে সে বিষয়ে বার্তায় কিছু বলা হয়নি।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত এনসিপি বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা কারণে আলোচনায় রয়েছে। তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার জন্য অনড় অবস্থায় আছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপির তা পাওয়া সম্ভব নয়।
চলতি মাসের ৯ তারিখে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেও এ বিষয়ে কোনো সুরাহা পায়নি এনসিপির প্রতিনিধিদল।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিতি, কারণ জানালেন আখতার হোসেন
বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন বলেন, এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এবং শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। আমরা শাপলার অবস্থানেই রয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
এফপি/অআ