Dhaka, Wednesday | 15 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 15 October 2025 | English
‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান মারা গেছেন
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৬ ধাপ পেছাল বাংলাদেশ
শিরোনাম:

প্রতিদিন সকালে লেবুপানি খেলে কী হয়?

প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১১:৪০ এএম  (ভিজিটর : ২)

প্রতিদিন ঘুম থেকে উঠে দিন কীভাবে শুরু করছেন তার ওপর নির্ভর করে আপনার সারাদিন কেমন যাবে।


অনেকেই সকালটা শুরু করেন এক কাপ ধোঁয়া ওঠা কফি বা চায়ের সঙ্গে। এতে শরীরে পানিশূন্যতা তৈরি হয়।তাই দিনটা শুরু হোক এক গ্লাস গরম পানিতে দুই চামচ লেবুর রস দিয়ে।কুসুম কুসুম গরম লেবুপানি স্বাস্থ্যের কী কী উপকার করে, চলুন জেনে নেওয়া যাক


হজম স্বাস্থ্যের উন্নতি বলা হয়, একদিকে কুসুম গরম পানি আমাদের হজমপ্রক্রিয়া উদ্দীপিত করে, অন্যদিকে লেবুর রস পিত্তরসের উৎপাদন বাড়ায়। ফলে কুসুম গরম লেবুপানি শরীরকে খাদ্য ভাঙতে সাহায্য করে হজম সহজ করে।


ডিটক্সিফিকেশনে সাহায্য বিশেষজ্ঞদের মতে, লেবুর রসে প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে যকৃৎকে আরও কার্যকর করে তোলে। অন্যদিকে গরম পানিও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ডিটক্সিফিকেশনে সাহায্য করে।


শরীরে জলযোগ করে সারা রাত না খেয়ে থাকার পর সকালে আমাদের শরীর পানিশূন্যতায় ভোগে। এ সময় কুসুম গরম লেবুপানি শরীরে পানিযোগ করে আমাদের সতেজপ্রাণবন্ত করে তোলে, যা সারা দিনের রসদ যোগায়


ওজন কমাতে সাহায্য করে এটা প্রমাণিত যে লেবুর রসে পেকটিন নামের একধরনের আঁশজাতীয় উপাদান থাকে, যা আমাদের ক্ষুধা কমায়। যখন এর সঙ্গে গরম পানি যুক্ত হয়, তখন তা শরীরকে আরও পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। এভাবে কুসুম গরম লেবুপানি ওজন কমাতে ভূমিকা রাখে।


ত্বককে করে উজ্জ্বল দীপ্তিময় লেবু ভিটামিন সিঅ্যান্টি-অক্সিডেন্টে পূর্ণএসব শরীরের কোষ ধ্বংসকারী ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, ত্বকের দাগ দূর করে এবং ত্বককে করে স্বাস্থ্যকর উজ্জ্বল ও দীপ্তিময়। প্রচুর পানি খেলেও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়, ত্বকে আসে উজ্জ্বল আভা।


রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। শরীরকে ঠাণ্ডা-সর্দিসহ বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে।


দেহকে ক্ষারীয় করে লেবুর স্বাদ অম্লীয় হলেও এর ক্ষারীয় ধর্ম আছে। এটি শরীরকে ক্ষারীয় করে বিপাকক্রিয়ায় ভূমিকা রাখে। এই পানি পিএইচের মাত্রা ঠিক রেখে অম্লের সমস্যা দূর করে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝