শিরোনাম: |
শাহ আলম হত্যা মামলার আসামি রমেশ মাঝি কে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর জেলার মৌকরন বাজার এলাকা থেকে র্যাব-৮-এর একটি দল স্কোয়াড্রন লিডার রাশেদ আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বাউফল থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে শাহ আলমের ছাগল গোবিন্দ ঘরামীর জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহ আলম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর আসামিরা পলাতক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে আনার জন্য আমরা পটুয়াখালী যাচ্ছি। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এফপি/অআ