শিরোনাম: |
দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সংগ্রহ এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালি-গালাজ করার অভিযোগ উঠেছে সৈয়দ তৌহিদুল ইসলাম মিথুন নামের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক উপজেলার রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহে যান স্থানীয় সাংবাদিক ফাহিম হোসেন রিজু। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে পৌঁছেই সহকারী শিক্ষক সৈয়দ তৌহিদুল ইসলাম মিথুন সাংবাদিক ফাহিম হোসেন রিজুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করেন।
সাংবাদিক ফাহিম হোসেন রিজু বলেন, “আমি বিদ্যালয়ে একটি সংবাদ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম। কোনো কথা না শুনেই শিক্ষক আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে থাকেন। এতে আমি অপমানিত বোধ করি।”
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সৈয়দ তৌহিদুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি মন্তব্য দিতে রাজি হননি।
বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকারকে জানালে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হয়ে এমন আচরণের জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এফপি/অআ