| শিরোনাম: |

কুড়িগ্রামের চিলমারীতে মিথ্যা মামলায় আটক দুই জেলের বীন্দ্রচন্দ্র ও গোবিন্দ্র চন্দ্রের মুক্তি, মামলা প্রত্যাহার, জেলে হয়রানি বন্ধ এবং জেলেদের ভাতা বৃদ্ধির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার জোড়গাছ মাঝিপাড়া ব্রহ্মপুত্র নদ তীরে ভুক্তভোগী জেলে সম্প্রদায়ের সদস্যরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে আটক জেলের বীন্দ্রচন্দ্রের স্ত্রী আলো বলেন,‘আমার স্বামীর মুক্তি চাই। সংসারের একমাত্র উপার্জন কর্ম মমানুষ জেলে থাকায় আমাদের না খেয়ে থাকতে হচ্ছে। মাছ না ধরলে আমাদের সংসার চলে না।’
গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী পুতুলি বলেন,‘আমার স্বামী জেলে। এখন কিস্তির টাকা আর জামিনের টাকা কিভাবে দেব? নদীতে মাছ ধরা কি অপরাধ? প্রশাসনের হয়রানি থেকে আমরা মুক্তি চাই।’
চিলমারী উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি আমজাদ হোসেন বলেন,‘জেলেদের জন্য কেউ ভাবেনা। সরকারি বরাদ্দের ২৫ কেজি চাল দিয়ে ৪-৫ জনের পরিবার ২২ দিন কিভাবে চলবে? তেল, লবণ, সবজি কে দেবে? জেলেরা তো মাসিক বেতন পায়না।’তিনি অবিলম্বে আটক জেলেদের মুক্তির দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য জীবী দলের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি, বিএনপি নেতা আকিবুর রহমান আকা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ওবাইদুর খাজা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেকসহ সভাপতি আমিমুল এহসান জাকী প্রমুখ।
এফপি/অআ
বাঞ্ছারামপুরে ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে রাণীনগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি
জামালপুরে শেখ মোহাম্মদ রাশেদুল হাসান নওশাদের উপর হামলার প্রতিবাদের মানববন্ধন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মান্দায় বিশেষ দোয়া মাহফিল
চিলমারীতে ৫৪ বছর পর উদযাপিত হলো হানাদারমুক্ত দিবস