Dhaka, Wednesday | 15 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 15 October 2025 | English
রাকিবের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র
খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
ভারত থেকে দুই বাংলাদেশি তরুণী উদ্ধার
রংপুরে বিএসটিআই'র ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত
শিরোনাম:

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:৩৪ পিএম  (ভিজিটর : ৬৩)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রকাশ্যে মাদক বিক্রির সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার রাণীগঞ্জ কশিগাড়ী এলাকা থেকে মমতা (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আইয়ুব আলীর স্ত্রী।

এর আগে গতকাল ‘ঘোড়াঘাটে প্রকাশ্য বিক্রি হচ্ছে মাদক’ এই শিরোনামে একটি সংবাদ দ্যা ফিন্যাস পোস্টে প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ব্যবসার ভয়াবহতা ও প্রশাসনের দৃশ্যমান তৎপরতার অভাব তুলে ধরা হয়েছিল। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং প্রশাসনের প্রতি পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘সংবাদ প্রকাশের পরপরই আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় কশিগাড়ী এলাকা থেকে মমতা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, মমতা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে মাদক বিক্রির কাজ করে আসছিল। রাতের আঁধারে মোটরসাইকেল ও ইজিবাইকযোগে আশপাশের গ্রামে এসব মাদক ছড়িয়ে দিত তারা। অভিযানের সময় মমতার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এলাকাবাসী এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছে। তবে তারা বলছেন, ‘শুধু একজনকে ধরলে হবে না। পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে হবে, তাহলেই মাদক ব্যবসা বন্ধ হবে।’

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝