শিরোনাম: |
ছবি: ফাতেমা আক্তার | টিএফপি
শিক্ষকদের আন্দোলনের নামে কোন বিশৃংখলা বা নাশকতা হলে কোন ছাড় দেবে না পুলিশ। এ জন্য ডিএমপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি তারা লাগাতার কর্মবিরতির ঘোষণাও দিয়েছেন। আজ শহীদ মিনার থেকে শাহবাগ যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।
দাবিগুলোর মধ্যে রয়েছে, মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ। এই দাবিগুলোর বাস্তবায়নে সরকার এখনো প্রজ্ঞাপন জারি না করায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা।
এফপি/অআ