শিরোনাম: |
চার ফিফটিতে ৫ উইকেটে ৩১৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে বিনা উইকেটে আরো ৪৯ রান যোগ করেন সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান। তবে ৩৬২ রানের মাথায় ৭৫ রান করে রিজওয়ান বিদায় নিলে ভাঙে ১৬৩ রানের সেই জুটি। সেখান থেকে ১৬ রান যোগ করতেই বাকি ৪ উইকেট নেই।
পাকিস্তান অলআউট হয় ৩৭৮ রানে।
পাকিস্তানের ইনিংসে মূলত ধস নামিয়েছেন সেনুরান মুতুসামি। শেষ ৫ উইকেটের চারটিই শিকার করেছেন এই বাঁ হাতি স্পিনার। এই চার উইকেটসহ পুরো ইনিংসে ১১৭ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। পাকিস্তানের মিডল অর্ডারকে উড়িয়ে দিতে বড় ভূমিকা তারই।
রিজওয়ানের ৭৫ রানের পাশাপাশি সালমান ৯৩ রান করেন। এর আগে ইমাম-উল-হক ও অধিনায়ক শান মাসুদের ফিফটিতে প্রথম দিনে চালকের আসনে ছিল পাকিস্তান। তবে দ্বিতীয় দিনে ব্যাটিং ধসে বেশিদূর এগোতে পারেনি তারা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ এক উইকেটে ৬৯ রান। ৩২ রানে ব্যাট করছেন রায়ান রিকেটলটন, ১১ রানে উইয়ান মুল্ডার। ২০ রান করে নোমান আলীর শিকার হন অধিনায়ক এইডেন মারক্রাম।
এফপি/অআ