আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ–আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বুধবার (৮ অক্টোবর) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে দারুণ জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী মিরাজের দল আজও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। অন্যদিকে আফগানিস্তান চাইবে সিরিজের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে। ম্যাচটি চলছে আবুধাবির মনোরম বিকেলে, যেখানে দুই দলের সমর্থকরাও তৈরি রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হতে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গাজানফর, বশির আহমেদ।
এফপি/এমআই