শিরোনাম: |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধীরে ধীরে সরে আসার পর এবার কি আইপিএল ক্যারিয়ারেও ইতি টানতে চলেছেন বিরাট কোহলি? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে।
ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। আর বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপ খেলার বিষয়ে এখনো প্রতিশ্রুতিবদ্ধ নন ভারতীয় ব্যাটিং মহারথী। এরই মাঝে নতুন এক প্রতিবেদন সামনে এসেছে, যা আরো জোরালো করেছে তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন।
ব্র্যান্ড চুক্তি নবায়নে অস্বীকৃতি, ইঙ্গিত আইপিএল ছাড়ার?
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মুখ বিরাট কোহলি শুধু ব্যাটে নয়, ব্র্যান্ড ভ্যালুতেও অনন্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিনের অবদান ও জনপ্রিয়তার কারণে বহু স্পনসর তাদের সঙ্গে যুক্ত থাকে কোহলির মাধ্যমেই।
তবে ভারতের রেভস্পোর্টজের সাংবাদিক রোহিত জুগলানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি এক ব্র্যান্ডের সঙ্গে কোহলির চুক্তি নবায়নের প্রস্তাব আসে। কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেন এবং আরসিবিকে বিকল্প মুখ খুঁজে নিতে বলেন।
ধারণা করা হচ্ছে, এটি হতে পারে কোহলির আইপিএল থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর ইঙ্গিত।
পাতিদারকে অধিনায়ক করার প্রস্তাবেই বদলে গেল ইতিহাস আরো একটি ইঙ্গিত মিলেছে কোহলির সিদ্ধান্তে। আইপিএল ২০২৫-এর আগে ফাফ ডু প্লেসিসকে রিলিজ করার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) কোহলিকে ফের অধিনায়কত্বের প্রস্তাব দেয়। কিন্তু কোহলি তা প্রত্যাখ্যান করে রাজত পাতিদারের নাম প্রস্তাব করেন।
সেই সিদ্ধান্তই ইতিহাস বদলে দেয়—পাতিদারের নেতৃত্বে আরসিবি জেতে তাদের প্রথম আইপিএল শিরোপা।
দীর্ঘ ক্যারিয়ারের প্রান্তে কোহলি আরসিবির হয়ে ১৮ মৌসুমে ২৬৭ ম্যাচ খেলে ৮,৬৬১ রান করেছেন বিরাট কোহলি, যা দলের ইতিহাসে সর্বোচ্চ। ১৪৩ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি—যা আরসিবির রেকর্ড।
সবমিলিয়ে, নেতৃত্ব না নেওয়া, ব্র্যান্ড থেকে সরে দাঁড়ানো এবং নতুন মুখের প্রস্তাব—সবকিছুই ইঙ্গিত দিচ্ছে, কোহলি হয়তো ধীরে ধীরে আইপিএল অধ্যায়ের পরিসমাপ্তির পথে হাঁটছেন।
এফপি/অআ