দেশে ডেঙ্গুর সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৮৮৫ জন রোগী। বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকায় ভর্তি আছেন ৮২৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি আছেন ১ হাজার ৬২৫ জন।
অক্টোবরের প্রথম আট দিনে ৫ হাজার ৫৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ সময়ের মধ্যে মারা গেছেন ২৬ জন।
পূর্ববর্তী মাসগুলোর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ের মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সেপ্টেম্বর মাসে সর্বাধিক সংখ্যক রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে অক্টোবরেও সংক্রমণের গতি কমেনি।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তন, বৃষ্টির পর জমে থাকা পানি এবং লার্ভা ধ্বংসে অনিয়মিত কার্যক্রমের কারণে সংক্রমণ বাড়ছে। তারা সবাইকে ঘরে ও আশপাশে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এফপি/রাজ