শরীয়তপুরের জাজিরা উপজেলার ৪০ নং ডুবিসায়বর মৌজায় নিজস্ব জমির খাজনা গ্রহণ ও রেকর্ড সংশোধনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
সোমবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন এলাকার শত শত নারী-পুরুষ।
মানবন্ধনে বক্তারা জানান সি.এস, আর.এস ও এস.এ. রেকর্ড অনুযায়ী তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন। ২০২২ সাল পর্যন্ত নিয়মিতভাবে খাজনাও পরিশোধ করেছেন। কিন্তু হঠাৎ করে তাদের সেই জমি সরকারের নামে দেখানো হচ্ছে, বন্ধ হয়ে গেছে খাজনা গ্রহণও।
এতে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, আমরা বহু বছর ধরে নিয়মিত খাজনা দিয়েছি। অথচ এখন বলা হচ্ছে, জমি সরকারের নামে চলে গেছে। আমরা আমাদের নিজস্ব জমি ফেরত চাই। দ্রুত রেকর্ড সংশোধন, প্রকৃত মালিকদের নামে বি.ডি.এস রেকর্ড প্রদান এবং খাজনা গ্রহণ পুনরায় চালুর দাবি জানান।
স্থানীয় বাসিন্দা সুরুজ মোল্লা জানান, আমাদের সি এস, আর এস, এস এ, রেকোর্ডীয় সম্পত্তি কেনো এক নং খতিয়ানে ফালানো হচ্ছে। আমাদের জমি আমরা ফেতর চাই।
কাজিরহাটের বাসিন্দা আবু সিদ্দিক মিয়া বলেন, আমাদের বাড়িঘর আছে বিল্ডিং আছে চাষাবাদী জমি আছে। জমি গুলো কেনো আমাদের নামে রেকোর্ড কেনো দেওয়া হচ্ছেনা। আমাদের জমি।কেন ১ নং খতিয়ানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের দাবি আমাদের খাজনা গুলো নেওয়ার ব্যবস্থা করা হোক।
ডুবিসায়বর বন্দর এলাকার বাসিন্দা নার্গিস আক্তার বলেন, আমরা গরীব মানুষ। দুই এক করা জমি কিনে বাড়ি করছি। আমরা জামতাম নাহ এত ঝামেলা হবে। কেনার পরে এই জমি নিয়া দৌড়াইতে দৌড়াইতে নিঃস্ব হয়ে গেছি। সরকার যদি এই সিকিস্তি না কেটে দেয় তাইলে তো আমাদের পায়ের তলায় মাটি থাকবো না।
এ বিষয়ে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদি হাসান বলেন, জনগণের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের উপর মহলে পৌছে দেয়ার ব্যবস্থা করবো এবং অনুরোধ করবো যেনো এটার দ্রুত সমাধান পাওয়া যায়। জনগণ যাতে রেকর্ড সুষ্ঠু ভাবে পায় আমরা সেই চেষ্টা করব।