Dhaka, Monday | 8 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 8 December 2025 | English
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
নির্বাচনের তফসিল, গণভোট, প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক আজ
পরিচয় শনাক্তে অবশেষে কবর থেকে তোলা হচ্ছে জুলাই শহীদদের লাশ
শিরোনাম:

কিশোরগঞ্জ-১ আসনে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষনা: মাজহারুল ইসলাম

প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:০৪ পিএম  (ভিজিটর : ৫২)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনে দলীর মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষনা করেছেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির তিন বারের সফল সাধারন সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ মো. মাজহারুল ইসলাম।


বুধবার (১৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন তিনি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা মো. মাজহারুল ইসলাম বলেন, দলের সংকটময় সময়ে যে কোন কর্মসূচিতে অগ্রণি ভূমিকা পালন করেছি। বর্তমানে বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পূণগঠন কর্মসূচিকে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গিকার নিয়ে কাজ করছি।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি কিশোরগঞ্জের রাজপথে ছিলাম। তরুণ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী অংশ নিয়েছি। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে নির্যাতন, মামলা, জেল-জুলুম সবকিছুর মধ্যেও জনগণের পাশে থেকেছি। তাই আমার প্রার্থীতা ঘোষনা কোন উচ্চাকাঙ্খা নয়, এটি আমার জীবনের লড়াইয়ের রাজনীতির ধারাবাহিকতা, জনগনের ভালোবাসার প্রতিফলন এবং গণতন্ত্র পূনরুদ্ধারের এক অবিচল অঙ্গীকার।


তিনি আরো বলেন, ৩১ দফাই আমাদের জাতির মুক্তির রুপরেখা। ৩১ দফাতেই রয়েছে গনতন্ত্র, ন্যায় বিচার, নাগরিক অধিকারউন্নত বাংলাদেশের প্রতিশ্রুতিদলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে কিশোরগঞ্জের মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে, দূর্নীতি দূরে এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা করবেন বলেও জানান।


সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুজ্জামন, মো. ইসমাইল হোসেন মধূ, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ কিশোরগঞ্জ জেলা এবং হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝