শিরোনাম: |
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। আজ বুধবার দুপুরে পিরোজপুর পৌর শহরের টাউন ক্লাব রোডে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা সভাপতি মাওলানা ইয়াহ হিয়া হওলাদার ,সাধারণ সম্পাদক মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা জিয়াউল করিম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহ হিয়া হওলাদার বলেন, “ ইসলামিক দলগুলো যদি এক হয়ে নির্বাচনে একটি বাক্স দেয়, তাহলে বিএনপি ৫০ টি আসন ও পাবে না”। পিয়ার জনগণের দাবি, যা আমরা আদায় করে ছাড়বো।
এফপি/অআ