শিরোনাম: |
নাটোরের বাগাতিপাড়ায় ২০%শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মালঞ্চি বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষক সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নেকবর হোসেন, এ.কে.এম. শরিফুল ইসলাম লেলিন, কলেজ শিক্ষক শামীম সরকার, মনোয়ার হোসেন, সারোয়ার জামান, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সুপার সামসুল আরিফিন, সহকারী শিক্ষিকা সাম্মী আক্তার, শিক্ষক আলমগীর হোসেন ও জিল্লুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। তারা অবিলম্বে ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারির দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ও কেন্দ্র ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।
এছাড়া গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলা ও লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
পরে শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।
এফপি/অআ