সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকা (সিলেট-ঢাকা মহাসড়ক) থেকে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮টার দিকে র্যাব-৯ সিলেটের একটি দল এসআই মিলন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে।
আটক ব্যক্তির নাম মোঃ রাসেল মিয়া (৩০), পিতা মোঃ আবু তাহের। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বেলঘর (জগদীশপুর) গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ এর অভিযানে রাসেল মিয়ার দখল হতে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ ওসমানীনগর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
ওসমানীনগর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মামলার তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/অআ