Dhaka, Wednesday | 17 September 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 17 September 2025 | English
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর
শিরোনাম:

কাউন্সিল ঘিরে উজ্জীবিত কুলাউড়া বিএনপি, ৫ পদে ১৭ প্রার্থীর লড়াই

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম  (ভিজিটর : ১৩৮)

আর মাত্র একদিন পর আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। ইতিমধ্যে উৎসবী আমেজে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে মাঠে জোর তৎপরতা চালাচ্ছেন। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাউন্সিল অনুষ্ঠিত হওয়া নিয়ে উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা। কাউন্সিলকে ঘিরে আনন্দ-উল্লাস বিরাজ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। দিন যত ঘনিয়ে আসছে ততই ভোটের আমেজ বাড়ছে। শেষ হাসি কে কে হাসবেন? তারই অপেক্ষায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

তৃণমূলের নেতা-কর্মীদের ভোট উৎসবে সম্পৃক্ত হওয়া ও তাদের প্রত্যক্ষ ভোটে দলীয় সভাপতি, সম্পাদকসহ ৫ পদে যোগ্য নেতৃত্ব বাছাইকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গ্রামেগঞ্জে, হাটবাজার, পাড়া-মহল্লায় এখন কাউন্সিলের উত্তাপ বইছে। শেষ সময়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন ১৭ প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীর পক্ষে থাকা সমর্থকরা দেশ-বিদেশ থেকে ভোট প্রার্থনা করছেন। ক্ষুদে বার্তা পাঠিয়ে দোয়া চাইছেন প্রার্থীরাও।

এবারের কাউন্সিলে সভাপতি পদে দুই সাবেক সভাপতি আবারও মুখোমুখি হচ্ছেন। তারা হলেন দুইবারের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু ও সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার পাঁচবারের কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ভূকশিমইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, বিএনপি নেতা জয়নুল ইসলাম জুনেদ। সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থী হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সুফিয়ান আহমদ। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ প্রার্থী হলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ইমন, ব্রাহ্মণবাজার বিএনপি নেতা মহিউদ্দিন স্বপন, ভাটেরা বিএনপি নেতা সিপার আহমেদ।

প্রার্থীদের বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেশন। প্রার্থীরাও প্রত্যেকটি ইউনিয়নে ভোটারদের ঘরে ঘরে গিয়ে নিজেদের পক্ষে সমর্থন চাইছেন। দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতিও। তবে, সব মিলিয়ে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সিস্টেম করায় ভোটারদের কদর বেড়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।

উপজেলা বিএনপির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. রেদওয়ান খান বলেন, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা করা হয়েছে। এবারের কাউন্সিলে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরো বলেন, কাউন্সিলের জন্য সবধরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ে কাউন্সিলের স্থান নির্ধারণ করা হয়েছে। ওই  কাউন্সিলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগ ও জেলার নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, উপজেলা বিএনপির এই কাউন্সিল পরিচালনায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান। অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর সামসুল ইসলাম ও শিক্ষক আব্দুল মুহিত চৌধুরী রিপন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝