জীবদ্দশায় সেনাবাহিনীতে চাকুরীরত বড় ছেলের নামে সব সম্পদ লিখে দেওয়া এবং মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাদ্দাম হোসেন সাগর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া বাজারে স্থানীয়দের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ওই গ্রামের জালাল উদ্দিন ভিটেবাড়িসহ ১১২ শতক জমি সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকুরীরত বড় ছেলে রেজাউল করিমের নামে লিখে দিয়েছেন। এছাড়াও সম্প্রতি জমি বিক্রির ১৫ লাখ টাকাও তাকে দিয়েছেন।
অন্যদিকে রেজাউল করিম ময়মনসিংহ শহরে দুই ভাইয়ের নামে যৌথভাবে জমি কেনার কথা বলে ছোট ভাই সাগরের কাছ থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরবর্তীতে ময়মনসিংহের জমি নিজ নামে দলিল করে এবং টাকাও ফেরত দেয় না। এছাড়াও সাগরের মেয়ের নামে জালাল উদ্দিনের লিখে দেওয়া ২৫ শতক জমি বিক্রি করতে চাইলেও জালাল উদ্দিন ও রেজাউল মিলে বাধা দেয়।
এমতাবস্থায় এসব বিষয় নিয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্যের উপস্থিতিতে সুরাহার চেষ্টা করা হলেও পিতা-পুত্র মিলে মিমাংসায় আসেন না। একপর্যায়ে বৈঠকে জালাল উদ্দিন ও ছোট ছেলের মাঝে কাববিতণ্ডা বাধে।
পরবর্তীতে পিতা-পুত্রের এ বাকবিতণ্ডাকে ছেলে কর্তৃক পিতাকে মারধরের ঘটনা সাজিয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পারিবারিক হওয়ায় থানা কর্তৃপক্ষ আপোষের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে সেনাবাহিনীতে চারকুরীরত বড় ছেলে রেজাউল প্রভাব খাটিয়ে ওই মামলার মনগড়া প্রতিবেদন করায় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
এফপি/অআ