আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচন ও সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দেওয়া হয়।
প্রেস সচিব জানান, সংশোধিত আইনে নতুন করে ধারা ২০ C সংযোজন করা হয়েছে। এর আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল হলে তিনি- জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, সংসদ সদস্য হিসেবে বহাল থাকতে পারবেন না, স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান, মেয়র, কমিশনার বা প্রশাসক পদে নির্বাচিত বা বহাল থাকতে পারবেন না, সরকারি চাকরিসহ কোনো প্রতিষ্ঠানেও নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।
অধ্যাদেশ অনুমোদনের পর সরকার জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তরা যেন রাষ্ট্রীয় ক্ষমতার কোনো পর্যায়ে প্রভাব বিস্তার করতে না পারেন, সেটিই এ সংশোধনের মূল উদ্দেশ্য।
এর আগে ২০২৪ সালে আনা সংশোধনী খসড়ায় সংগঠন বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছিল। সর্বশেষ সংশোধনীতে ব্যক্তিগত পর্যায়ে অভিযুক্তদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্যারিয়ার থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার বিধান কার্যকর হলো।
এফপি/রাজ