মাগুরা জেলার শ্রীপুর সদর ও শ্রীকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও টীম প্রধান হাসানুর রহমান হাসুর সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন কুতুব, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাসউদ্দীন, জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, জেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহিম, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক এনায়েত হোসেন, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান অন্তর প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এফপি/এমআই