Dhaka, Wednesday | 30 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 July 2025 | English
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীদের মুগ্ধ করছে বাঁশখালী ইকোপার্ক
সারা দেশে ১১ দিনের ‘বিশেষ সতর্কতা’ জারি
বিশ্ব বাঘ দিবস আজ
শিরোনাম:

মান্দায় এলজিইডি’র রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:৩৮ পিএম  (ভিজিটর : ২৭২)

নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন এক কোটি টাকার অধিক মূল্যের একটি রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চকমুনসুব মোড় থেকে দাওইল উত্তরপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইটের খোয়া, যা রাস্তাটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়দের মধ্যে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, রাবিশের স্তর অনেক জায়গায় অপ্রতুল, আর ব্যবহৃত ইটের খোয়া অনেকটা বালুর মতো গুঁড়ো হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী ও পথচারীরা।

স্থানীয়রা জানান, বহুদিন ধরে রাস্তাটি অবহেলিত ছিল। নতুন করে নির্মাণ শুরু হওয়ায় আশা জাগলেও নিম্নমানের উপকরণ ব্যবহার দেখে তারা হতাশ। একজন বাসিন্দা বলেন, “১নং ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও এখানে ৩নং খোয়া দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

জানা গেছে, প্রকল্পটির কাজ করছেন চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার নবী। তবে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, “সব কিছু সিডিউল অনুযায়ী হচ্ছে, কোনো অনিয়মের সুযোগ নেই।”

অন্যদিকে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সায়েদ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত শেষে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিম্নমানের খোয়া সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাবাসী দ্রুত মানসম্মত উপকরণ ব্যবহার করে সঠিকভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝