বিদ্যুৎ খাতে “টেকসই অবকাঠামো এবং কৌশলগত পরিকল্পনা: ভবিষ্যৎ নেতৃত্বে প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির উদ্যেগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউবো’র সদস্য প্রশাসন (যুগ্মসচিব) মোঃ আমিনুল হক, সদস্য পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌ. মোঃ শামসুল আলম, সদস্য উৎপাদন প্রকৌ. মোঃ জহুরুল ইসলাম এবং সদস্য কোম্পানি অ্যাফেয়ার্স ও সদস্য বিতরণ প্রকৌ. আ. ন. ম. ওবায়দুল্লাহ।
সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রকৌ. মোঃ শাহেদুল আজিম (সজল), সাধারণ সম্পাদক, বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, বিউবো উইং। সভাপতিত্ব করেন প্রকৌ. মোঃ মাহবুবুর রহমান, সভাপতি, বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, বিউবো উইং। অনুষ্ঠানে বিউবো’তে কর্মরত প্রকৌশলী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এফপি/রাজ