দিনাজপুরের কাহারোলে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনসাধারণ, পথচারী ও যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে এলাকাবাসী অনেকেই মৌখিকভাবে অভিযোগ করেছেন।
সরেজমিনে ঘুরে জানা ও দেখা গেছে, অত্র উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর মাঝাপাড়া (সুন্দরপুর ইউনিয়ন পরিষদ হতে সুন্দরপুর কাচারী বাজার ও বাগপুর) যার পাঁকা সড়কের উপর নির্মিত কালভার্টটির একপাশে ভেঙ্গে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকার জনসাধারণ, পথচারী, স্কুল-কলেজ, মাদ্রাসা, ছাত্র-ছাত্রী ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন চলাচল করছে ভাঙ্গা কালভার্টটির পাশ দিয়ে।
অত্র ইউনিয়নের দ্বীপনগরের স্থানীয় বাসিন্দা মোঃ সহিদুল ইসলাম, মোঃ আব্দুল খালেক, প্রদীপ কুমার রায় সহ অনেকেই জানান, ওই সড়কে কালভার্টটি অতি পুরাতন হওয়ার ফলে অনেক দিন আগেই একপাশের অংশ ভেঙ্গে গিয়ে এখন শুধু রডগুলো বের হয়ে আছে। কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় এই এলাকার মানুষজনোর পাঁকা সড়কটি দিয়ে চলাচলের চরম অসুবিধায় পড়তে হয়েছে। শুধু ছাত্র-ছাত্রী বা যানবাহন নয় এই পাকা সড়ক দিয়ে অত্র এলাকায় কৃষকদের উৎপাদিত ফসলাদিসহ অন্যান্য পণ্য আনা-নেওয়া হয়ে থাকে। কালভার্ট ভেঙ্গে বড় গর্ত হওয়ায় জমির ফসলাদি নিয়ে যেতে হয় দূর দিয়ে ঘুরে অন্য সড়ক বা রাস্তা দিয়ে।
৭ জুলাই সংশ্লিষ্ট সুন্দরপুর ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তসলিম উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, ওই সড়কের উপর ভেঙ্গে যাওয়া কালভার্টটির বিষয়ের উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে।
এদিকে একই দিনে ভাঙ্গা কালভার্ট প্রসঙ্গে অত্র উপজেলার উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ এই প্রতিনিধিকে জানান, বিষয়টি আমাকে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। তবে অতি দ্রুত ভেঙ্গে যাওয়া কালভার্টটি সংস্কার বা মেরামত করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেছেন।
এফপি/রাজ