Dhaka, Tuesday | 14 October 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 14 October 2025 | English
রংপুরে বিএসটিআই'র ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত
চট্টগ্রাম বন্দরে বাড়ছে মাশুল: বিদেশি নিয়ন্ত্রণে ব্যয়বহুল হচ্ছে আমদানি–রপ্তানি
জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
চট্টগ্রামে সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
শিরোনাম:

আগামীর রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানের বিকল্প নেই: কামরুজ্জামান কামরুল

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:৪১ এএম  (ভিজিটর : ৪৭)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর,মধ্যনগর,ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে জনমতের লক্ষ্যে জেলার হাওর এলাকা মধ্যনগর বাজারে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের হাজার হাজার নারী-পূরুষ নেতাকর্মী ও সাধারন জনতার উপস্থিতিতে সভাস্থল লোকে লোকারণ্য হয়ে উঠে।


সোমবার (১৩ অক্টোবর) দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপির ও সহযোগি সংগঠনের আয়োজনে মধ্যনগর বাজারে এই জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াত।


উপজেলা বিএনরি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন কমিটির প্রথম যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলী,ধর্মপাশা উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন প্রথম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক,মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোশাহিদ আহমেদমধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশারসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন


প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেছেন, এই জেলা থেকে প্রতিবছর সরকারকে ১২ শত কোটি টাকার উপরে রাজস্ব দেয়া হলেও বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অনেকেই বিনা ভোটে সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু তারা এই নির্বাচনী এলাকায় অপার সম্ভাবনা থাকার পরএলাকার মানুষের মৌলিক অধিকার রাস্তাঘাট,ব্রীজ কালভার্ডসহ হাজাঁরো বেকার যুবকের কর্মসংস্থানের কোন সুযোগ সৃষ্টি না করে তারা তাদের পকেট ভারি করেছেনতারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও আমার নির্বাচনী এলাকার জনগনের ভাগ্যেঁর কোন পরিবর্তন হয়নি


তবে আমাদের আগামীদিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের ভালোবাসা আমাতের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামোতে রাষ্ট্রের উন্নয়ন,বৈষম্যহীন সমাজ গঠন,সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারসহ ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা জনগনের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছিআমি এই অবহেলিত সুনামগঞ্জ -১ আসনের অসহায়,নির্যাতিত নিপীড়িত মানুষজনের কল্যাণে কাজ করতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইনিজে টাকা কামানোর জন্য রাজনীতি করতে আসিনিআমার সকল ভরসারস্থল হলেন এই আসনের চারটি উপজেলার সর্বস্তরের জনসাধারন


আমি বিশ্বাস করি জনগনের ভালবাসায় আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দেরা আমার অতীতের কর্মকান্ডগুলো বিবেচনায় নিয়ে আমাকে ধানের শীষের মনোনয়ন দিবেনদেশের মানুষ আমাদের নেতা তারেক রহমান কে আগামীর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়আমি ছাত্র রাজনীতি থেকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে বিগত ফ্যাসিস্টের ১৭ বছরে রাজপথে আন্দোলন সংগ্রামে জেল জুলুমে পিছ পা হইনি


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝