রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহ (২৭) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার শরিষা ইউপির খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তার ওরফে ছাত্তার বিশ্বাসের ছেলে।
থানা সুত্রে জানা যায়, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর দিক নির্দেশনায় ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই শ্রীবাস গাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাংশা থানা এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারী, অবৈধ বালুখেকো, চোরদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা এলাকার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গত ৪ জুন পাংশা মডেল থানায় দায়েরকৃত মামলায় সালমান শাহকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/রাজ