Dhaka, Wednesday | 20 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 20 August 2025 | English
দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে ‘থাপ্পর’, নেওয়া হলো হাসপাতালে
ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা
কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ১৩ গ্রাম
সুনামগঞ্জে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে নৌকা ডুবিতে শিশুর মৃত্যু
শিরোনাম:

কাউখালীতে অপহৃত পোলট্রি ব্যবসায়ীর দ্বিখণ্ডিত বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৪:৫৯ পিএম  (ভিজিটর : ৫১)

রাঙামাটির কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম থেকে অপহরণের আটদিন পর পোলট্রি ব্যবসায়ী মোঃ মামুনের (২৫) বস্তাবন্দি দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ।

আজ (১৫ জুলাই) মঙ্গলবার সকালে কাউখালীর মাঝের পাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় দ্বিখন্ডিত এ লাশ উদ্ধার করা হয়। সুগারমিল আদর্শগ্রাম এলাকার আলী আহম্মেদের একমাত্র সন্তান মোঃ মামুন। এর আগে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত মামুনের সাবেক কর্মচারী ঘাতক মোঃ কামরুল ইসলামকে (৩০) লক্ষ্মীপুর জেলার ভবানিগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়াও এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতক কামরুলের স্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। অপরহণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হলেও মুক্তিপন দেয়ার আগেই নিজের সাবেক কর্মচারীর হাতে নৃশৃংসভাবে খুন হলেন পোলট্রি ব্যবসায়ী মামুন। এ ঘটনায় পুরো এলাকায় শোক, ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শগ্রাম এলাকার পোলট্রি ব্যবসায়ী মোঃ মামুন (৩৫) গত ৭ জুলাই বিকেল থেকে নিখোঁজ হয়। ৭ জুলাই রাতেই স্ত্রীকে ফোন করে মামুন তার ব্যাংকের ২টি চেক চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট বাজার এলাকার জনৈক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলে। স্ত্রীকে জানায় ঝামেলায় আছে চিন্ত না করতে। কিন্তু ঘাতকরা ঐদিন রাতেই চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে তাকে অজ্ঞান করে হত্যা করে। তারপর থেকে পরিবারের কারো সাথে আর যোগাযোগ হয়নি মামুনের।

৮ জুলাই মামুনের স্ত্রীর ফোনে মামুনের নম্বর থেকে ফোন করে জানানো হয় অপহরণ করা হয়েছে মামুনকে। মুক্তিপন হিসেবে দিতে হবে ১০ লক্ষ টাকা। একইদিনে কাউখালী থানায় মামুনের স্ত্রী নিখোঁজ ডায়েরি করে। স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয় চেক গ্রহণ করা আনোয়ার (২০) নামের এক ব্যক্তিকে। আনোয়ারকে আটকের পর উঠে আসে অপহরণের সাথে জড়িত মামুনেরই সাবেক কর্মচারী কামরুলের নাম। মামুনের স্ত্রী জানায় ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ফোন করেন কামরুল। কামরুল একই ইউনিয়নের ডাব্বুনিয়া এলাকার সেলিম সওদাগরের ছেলে। স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন রাঙ্গুনীয়া উপজেলার রানীরহাট বাজার এলাকায় ৬ তলা আবাসিক ফ্ল্যাটে।

কাউখালী থানায় মামুনের স্ত্রী জিডি করার পর নড়েচরে বসে কাউখালী থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় কামরুলের সন্ধানে নামে। পরে গত সোমবার লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ থেকে এক বন্ধুর বাড়ি থেকে ঘাতক কামরুলকে গ্রেফতার করে কাউখালী থানায় নিয়ে আসলে মামুনের অপহরণসহ মামুন কোথায় তার সন্ধান পায় পুলিশ।

কামরুলের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় বস্তাবন্দী অবস্থায় মাটিতে পুতে রাখা অবস্থায় মামুনের লাশ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ।

পুলিশ হেফাজতে ঘাতক কামরুল জানায়, মামুনকে রানীরহাট এলাকায় তার ভাড়া বাসায় স্ত্রীসহ চায়ের সাথে নেশাজাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে ফেলে। পরে তাকে হত্যা করে লাশ দ্বিখণ্ডিত করে স্ত্রীসহ বস্তায় করে কাউখালী উপজেলার মাঝের পাড়া এলাকায় এসে তার ফুফা শশুরের বাড়ির পাশে লাশ মাটিতে পুতে রেখে পালিয়ে যায়। কামরুলের স্বীকারোক্তি মোতাবেক এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী সাথী আক্তার (১৯) কে ও গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন, নিহত মামুনের সাবেক কর্মচারী ছিলো ঘাতক কামরুল। কিন্তু কর্মচারী থাকলেও সম্প্রতি তারা দু’জনে মিলে শেয়ারে ব্যবসা করছিলেন। ধারনা করা হচ্ছে ব্যবসায়ীক দ্বন্দের কারণে এ নৃশৃংস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সুগারমিল আদর্শ গ্রাম এলাকার আলী আহম্মেদের একমাত্র সন্তান মোঃ মামুন। মামুনের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে বলে জানা যায়। এর মধ্যে তিন ও আট বছর বয়সি ছেলে এবং নয়মাস বয়সি মেয়ে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, এ ব্যাপারে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতক কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এ হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত আছে সকলকে খুঁজে বের করা হবে।

তিনি আরো জানিয়েছেন ইতোমধ্যে চেক গ্রহণ করা আনোয়ার (২০) কে গ্রেফতার করে রাঙ্গামাটির আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নাদিরা নুর, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝